পোস্টগুলি

নভেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি

ঊষার আলো

ঊষার আলো        মাসুদ খাঁন ঊষার লগনে কোন যে আলো জালিয়ে দিলো মোর অন্তরে, আঁধারো বুঝি কাটিবে আজি জীবনের সর্বক্ষণে, সেই আশায় গভীর রজনীতে থাকিতাম আমি পথ ছেয়ে, সেই যে আসিবে মিষ্টি মুখে হাঁসিবে, দেখবো আমি তার গোলাপ রাঙা মুখ খানি, ঊষার আলো জাগিবার আগে মুয়াজ্জীনে ডাকে মধূর সুরে, সেই সুরে মুসল্লীরা উম্মাদের মতো ছুটে চলে প্রভূর প্রেমে প্রেমময় হয়ে মাসজীদে, সেই আলো জাগিতে নয়তো বেশি দুর ঊষার আলো জাগিবে আজি, রাতের আঁধার কাটিবার পরে কেটে যাবে সকল অন্ধকার পূথিবীর সর্বক্ষণে। নতুন আলো জাগিছে আজি দেখিতেছি মোরা নতুন সুর্যদয়, নতুন করে বাঁচিবার তরে আশার আলো জাগে সবার অন্তরে।

মনের সুর

ছবি
   মনের সুর             মাসুদ খাঁন             বাজিছে আজি আনন্দের সুর, কেও নেই তাহা দেখে হবে যে ব্যাকুল, সুরের তালে তালে মন যে দোলে রঙ্গীন রঙ্গে মন আজ নিজেই সাঁজে, মনে রয়েছে অনেক খরা তবুও কেনো আনন্দে ভরা, কিসের জন্য,কিবা পাওয়ার আশা মন যে আজ হয়ে রয়েছে উতালা। মনের মাঝে বাজিছে বিণ অন্তরের হর্ষ কেন আজ সাড়া দিন, চার দিকে দেখছি জোৎস্নার আলো হৃদয়ে আজ তাই লেগেছে ভালো,

সত্যের জয় গান

ছবি
সত্যের জয় গান          মাসুদ খাঁন আমি সত্য প্রকাশে আপোষহীন, কবিতার ছন্দে ছন্দে মনের আনন্দে সবার কাছে বাজাতে চাই সত্যের বীণ। কেওবা তাহা গ্রহন করুক বা নাইবা করুক এতে আমার কিছু আসে যায় না, সত্যকে আমি গ্রহন করে অন্যের মাঝে প্রকাশ করবো সেই আমার মনের ভাষণা। যাহারা সত্যকে মেনে নিবে তাদেরকে জানাই স্বাগতম, আর যাহারা মানবেনা তাদের জন্য হবো না আমি অচেতন। সবার কাছে আমার আহবান, দুনিয়ার শুরু লগ্ন থেকেই সত্য মিথ্যের ছিলো ব্যবধান, যাহারা ছিলো সত্যের উপর তাহারাই গেয়েছে সত্যের জয় গান! তাই সত্যকে মিথ্যার বিতর লুকিয়ে রেখে মিথ্যা প্রতিষ্ঠা যতোই করোনা তুমি, সত্য প্রতিষ্ঠার মোশাল নিয়ে আসবে, যে কেউ আসবে,দুনিয়ার সবাই সত্যেরর মাঝে বাসবে,গাইবে সবাই সত্যের জয় গান।

জাতির আর্তনাদ

       জাতির আর্তনাদ                 মাসুদ খাঁন কেটেছে আধাঁর জেগেছে আলো, ক্লান্তির ঘোরটা নিভেনি আজো!! চারদিকে বাজিছে বিণের সুর, মনের হর্ষ কেনো বহু দুর!! চারদিকে শুনি শান্তির আহবান, তবুও কেনো সত্যের কথা বলতে গিয়ে দিতে হচ্ছে প্রান!! বাংলা ভাষার জন্য হয়েছে শহীদ দিয়েছে অনেক প্রান! তবুও কেনো ইংরেজদের শেখানো 31st এর নামে বেহায়াপনার গান। ধর্ম নিরপক্ষ বলে থাকছি একই সাথে, তবুও কেনো জঙ্গীবাদের ঘ্রাণ ধর্মের মাঝে!! উন্নয়নের জোয়ারে বেসে যাচ্ছে পৃথিবী, তবুও কেনো সেই ছেলেটির একমুঠি খাবারের জন্য আত্ম চিৎকার শুনি!! ক্ষমতা চিরস্থায়ীর জন্য যতো পরিপাটি, তবুও কেনো ক্ষমতার জন্য চলছে এতো আহাজারি!! উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে, তবুও কেনো মানবতা আজ অনেক দুর পিছে হটছে!!

তোমার ইচ্ছা, আমার আশা,এক করে হবে ভালোবাসা

মম, তোমার ইচ্ছা,আমার আশা, এক করে হবে ভালোবাসা। তুমি বলেছিলে--- মম তুমি আসবে কবে? হাতে হাত রাখবে কবে? চোখে চোখ রাখবে কবে? ভালোবাসার মহা সাগরে ভাসবে কবে? আমি বলেছিলাম--- মম আমি আসবো! তোমায় ভালো বাসবো! মধুময় জীবন গড়বো! সুখেরি মাঝে বাসবো! "তবে" সব কিছুই হবে, আমাদের নিকাহ্'র পরে।

সফল জীবন

সফল জীবন          মাসুদ খাঁন জীবন আমার ব্যার্থ ভাই, আখেরাতে রাসুলের সুপারিশ যদি না পাই, জীবন আমার হবে মাটি কলব যদি না হয় খাঁটি, জীবন আমার হবে না কষ্টি কোরআন যদি না হয় সাথী, ইসলামী জীবন বিধানের সংগ্রামে যদি অংশ নিতে পারি, জীবন হবে পরিপাটি, নামাজেরী মাঝে নিজে যেভাবে আত্মতৃপ্তি পাই, সেই কথা আমি কি করে বুঝাই, আল্লাহ এবং রাসুলের দেখানো পথে যদি চলিতে পারি, জীবনে আর কিছু চাওয়ার আছে কি??

অতুল আবেদন

ছবি
অতুল আবেদন                  __মাসুদ খাঁন জীবনের ক্ষণে ক্ষণে, মনে মনে করি বারে বারে আলাপন, মন যে করে শুধু জ্বালাতন। কতোই না করেছি পাপ বিদাতার কাছে পাবো কি মাপ, সেই কথা মনে হলে হৃদয়টা হয়ে যায় অচেতন। মায়ার মোহে পড়ে আমরা মেতে আছি সারাক্ষণ, দুনিয়ার রঙ্গমণ্ঝে করতেছি কতোইনা কিছু, তাহা শেষ হতে লাগবে আর কতক্ষণ। হায়াত রয়েছে কার কতোটুকু সেই খবর রাখে না তো কেও, মালাকুল মওত আসবে যখন জীবনের ইতি দিতে লাগবেনাতো আর বেশিক্ষণ। পূর্বের পাপের জন্য তাওবা করি এখন সময় থাকিতে হয়ে যাই সচেতন।

যুগের নকিব

ছবি
যুগের নকিব         মাসুদ খাঁন আমি হতে চাই যুগের নকিব আধাঁরে জ্বালাতে চাই আলোর প্রদীপ, যাহারা রয়েছে এখনো ঘুমন্ত তাহাদের বিবেক করতে চাই জাগ্রত, মিথ্যার প্রকটে আজি সত্য রয়েছে চাপা, সত্য প্রকাশে আজি জালিমেরা মারে থাবা, জালিমের মসনদ হয়ে যাবে খানখান, জ্বালাতে পারো যদি সত্যের শ্মশান, যারা অশান্তি দুরগতি চাহে তারা পায় কি কবে দেখরে ভাই, উহারা চলুক উহাদের পথে আমরা সত্যের পথে চলতে চাই, সত্যের মুশাল হাতে নেবো হাতে মিথ্যার সাথে রণ হবে সত্যের পথে, সত্যকে যদি ধরতে পারো সবে একসাথে মিথ্যা দুর হয়ে সত্যের বিজয় হবে।

প্রার্থনা

ছবি
"প্রার্থনা"         মাসুদ খাঁন প্রভু মোর অন্তরকে করোনা নষ্ট দ্বীনের পথ থেকে করোনা পথভ্রষ্ট, তুমিতো মোরে করেছো সৃষ্টি দিয়েছো মান-সম্মানে শ্রেষ্ট, বানিয়েছো তোমার গোলাম আর তোমার হাবীবের উম্মত যে পরশে মোরা হয়েছি কষ্টি, পথের দিশা ভুল করে যদি কভু চলে যাই বহুদুরে, তবে তুমি ভূলে যেয়ো না আলোর দিশা দিয়ো মোরে। তাদের পথে চালিয়ো মোরে যাদেরকে করেছো তুমি অনুগ্রহ, আর মান-সম্মানে করেছো শ্রেষ্ট, তাদের পথ নহে যারা হলো ভ্রান্ত এবং হয়েছে পথভ্রষ্ট।

জীবন সঙ্গী

ছবি
জীবন সঙ্গী           মাসুদ খাঁন নিরজন একা একা ভাবি শুধু হৃদয়ের কথা, কেও নেই বলবো তাকে শুনে সে থাকবে সাথে, অন্তরে যতো ক্লান্তি দুর হয়ে! হৃদয়ে আসবে শান্তি, খুজি শুধু এমন কাওকে সবকিছু বলতে পারবো যাকে, আছে যতো হতাশা দুর করার জন্য সে দেবে আশা, নতুন করে পথ চলা যেনো না হয় হাতছাড়া, কেও যদি থাকো এমন জয় করতে পারবে আমার মন, যে জ্বালাবে দ্বীন প্রতিষ্ঠার বাতি সে হতে পারো আমার সারা জীবনের সঙ্গী, "কবিতা" লেখাঃ-মাসুদ খাঁন তারিখঃ-১২-০১-২০১৭ইং সময়ঃ- সন্ধা ৮টায় Nesar Uddin এর মেসে,

তোমারি প্রণয়ের মূল্য

ছবি
তোমারি প্রণয়ের মূল্য!!! আমিতো আর সম্রাট শাহ্ জাহানের মতো তোমার প্রণয়ের সৃতি হিসেবে একটি তাজমহল গড়তে পারবো না, "তবে" যদি তুমি কথা দাও! আজম্ম থাকবে একসাথে, তাহা হলে তোমাকে নিয়ে সুখ এবং দুঃখ দিয়ে, প্রণয় নামের একটি প্রাসাদ গড়বো যাহার মধ্যে বাস করবো দুজনে মীলে।                          

মহা মানবের আগমন

মহা মানবের আগমন        । মা।সু।দ।খাঁ।ন। আজি হতে প্রায় ১৪ শত বছর পূর্বে কে এলো সেই আরবেরি প্রান্তে আঁধারো বুঝি কাটিল আজি সেই মহা মানবের আগমনে, আজ আমিনা মায়ের কোলে দেখো কোন সেই রাঙা রবি দোলে, ঐ চাঁদ সুর্যের আলো কভু নাই বা লাগে আজ ভালো, তাঁর আগমনে, আশার আলো জাগিলো সকলের অন্তরে। যুলুমে নির্যাতনে নিপিঢ়ণে অন্ধকারে ছিলো যে সমাজ, মানুষের মনে ছিলোনা কভু শান্তি, দুর করতে কে এলো পৃথীবির সকল ক্লান্তি। নারিদের ছিলোনা কভু মর্যাদা যে সমাজে মেয়েদের জীবন্ত কুপে ফেলা হতো, নির্যাতিত নারিদের রাণীর আসন দিতে কে এলো এই পৃথিবীর বুকে। এমন একটি সুনালী সমাজ কে দিলো উপহার যার আগমনে দুর হলো সকল অন্যার অবিচার,

এইতো মোদের জম্মভূমি

ছবি
এইতো মোদের জম্মভূমি            |মা|সু|দ|খাঁ|ন| এইতো মোদের জম্মভূমি যাহা সোনার ছেয়ে খাঁটি, যে স্বাধীনতা অর্জনে দিতে হয়েছে হাজার লক্ষ প্রাণ হানি, হাজার লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি মোরা সোনার খুনি, যাদের আত্মতেগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ খানি, সেই সকল শহীদদের জানাই মন থেকে শ্রদ্ধান্জলি, যার প্রেমে প্রেমময় মন, হয়ে যায় সারাক্ষন, তাইতো মোরা বাংলাদেশকে প্রানের ছেয়ে ভালোবাসি,

অনির্বাণ

_অনির্বাণ_            মাসুদ খাঁন আরামের জীবনকে লাথি মার আজি রাষ্ট্রদ্রোহে আনতে অনির্বাণ জালীমের শক্তি উল্টাতে আন বিশাল এক ঝড়-তুফান। বীরের ঘরে জম্মেছিস তুই! তোর পরিচয়তো মুসলমান, বিশ্বের মুসলিম উঠনা জেগে কাঁদে দেখ ঐ আরাকান। হতাশ কেনো বন্ধু তুই আজ বাজিয়েদে হৃদয়ে যুদ্বের বীণ, চার দিকে দেখ লাশ আর লাশ বাজিয়েছে তারা মরণ বীণ,

আপনজন

ছবি
আপন জন             মাসুদ খাঁন নিস্তব্ধ পৃথিবী,মুখরিত মন, হৃদয়টা হয়ে যায় হরণ, সাথে থাকে যখন আপন জন, চারদিকে জোসনার আলো চরণ ঝুলিয়ে জল অকারণ, ফুলের কুসুম ঘ্রাণে মন হয়ে যায় মুগ্ধ, কতো হাসি, কতো খুশি, কতো কথা, কতো ব্যাথা হয়ে যায় বলা,

Hot Post ] ( No Apps ) এখন থেকে ফোন হারালেও আর নাম্বার হারাবে না

ছবি
এর জন্য আপনাদের যা যা লাগবে..?? একটা Android Phone (Root/Unroot) এবং আরেকটা GMail Account তো আর কথা বাড়াবো না সরাসরি কাজে চলে যাই নিচের স্ক্রিনশট গুলা ফলো করুন ।Backup রাখার কাজ শেষ এবার ধরুন আপনার ফোনটা চুরি হয়ে গেল কিংবা নাম্বার গুলো সব ডিলেট হয়ে গেল এখন যেভাবে নাম্বার গুলা ফিরিয়ে আনবেন প্রথমে যে GMail এ নাম্বার গুলা backup করে রাখছিলেন সেই GMail টা লগিন করেন যদি লগিন করা না থাকে তারপর আবার ফোনের Contacts এ প্রবেশ করুন এবং নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন চিহ্ন দেওয়া জায়াগায় ক্লিক করুন তারপর Contacts To Display তে ক্লিক করুন তারপর যেই GMail এ Backup রাখছিলে সেটা সিলেক্ট করেন এবার দেখুন প্রতিটা নাম্বার আবার Back এসে গেছে বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন 

অন্তর মরে যাওয়ার দশ কারণ

ছবি
✿ ইবরাহীম বিন আদহাম (মৃত্যু ১৬২ হিজরী) বসরার বাজার দিয়ে যাওয়ার পথে লোকজন তাকে ঘিরে ধরল। তারা তাঁকে জিজ্ঞেস করল, হে আবু ইসহাক, আমাদের কী হয়েছে যে, আমরা দুয়া করি কিন্তু দুয়া কবুল হয় না? তিনি বললেন, কারণ, তোমাদের অন্তরগুলো মরে গেছে দশটি কারণে। সেগুলো হল: ▲ প্রথম: তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তাঁর হক আদায় করো নি। ▲ দ্বিতীয়: তোমরা বলে থাক যে, তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামকে ভালবাসো কিন্তু তার সুন্নত ও আদর্শকে পরিত্যাগ করেছ। ▲ তৃতীয়: তোমরা কুরআন পাঠ করেছ কিন্তু তদনুযায়ী আমল করো নি। ▲ চতুর্থ: তোমরা আল্লাহর নিয়ামত খেয়েছ কিন্তু তার শুকরিয়া আদায় করো নি। ▲ পঞ্চম: তোমরা বলেছ যে, শয়তান তোমাদের দুশমন কিন্তু তাকে সমর্থন করেছো। ▲ ষষ্ঠ: তোমরা স্বীকৃতি দিয়েছো যে, জান্নাত সত্য কিন্তু তার জন্য আমল করো নি। ▲ সপ্তম: তোমরা স্বীকৃতি দিয়েছ যে, জাহান্নাম সত্য কিন্তু তা থেকে পলায়ন করো নি। ▲ অষ্টম: তোমরা স্বীকার করেছ যে, মৃত্যু অবধারিত সত্য। কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করো নি। ▲ নবম: ঘুম থেকে জেগেই তোমরা অন্যের দোষ-ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করেছ কিন্তু নিজেদের দোষের কথা ভুলে গেছো।...

ফেসবুক হোক দাওয়াতের বাতায়ন

ছবি
ইন্টারনেট ব্যবহারকারী প্রায় প্রতিটি মানুষই এখন কম-বেশি ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করেন। কেবল পাশ্চাত্য বিশ্বই নয়, আমাদের দেশেও সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া বিশেষত ফেসবুকের বিস্তার ব্যাপক। ফেসবুক এখন পৃথিবীর অন্যতম আলোচিত মিডিয়া। এক নতুন শক্তির নাম ফেসবুক। ফেসবুক নিয়ে আলোচনা আছে, আছে সমালোচনাও। এর নেতিবাচক ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ইতিবাচক ব্যবহারও। একদিকে এর মাধ্যমে দুষ্কৃতকারীরা মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। অশ্লীলতা ও নগ্নতাকে সহনীয় করে তুলছে। নাস্তিকতা ও ধর্মে অবিশ্বাস তৈরি করছে। অন্যদিকে এর মাধ্যমে হাজারও মুসলিম ভাইবোন নিজেদের কল্যাণকর চিন্তা ও জনহিতকর আইডিয়া অন্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। ফেসবুকে পেজ ও গ্রুপ খুলে বিভিন্ন কমিউনিটির লোকেরা এক হয়ে এর মাধ্যমে হাজার হাজার ভালো কাজ করা করছেন। জরুরী প্রয়োজনে রক্ত দেওয়া, ক্যান্সার আক্রান্ত আল্লাহর বান্দার পাশে দাঁড়ানো কিংবা বন্যা, শীতসহ নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানবতার সেবায় এগিয়ে যাওয়া- সবই চলছে ফেসবুককে কেন্দ্র করে। চাইলেই আপনি একে কাজে লাগিয়ে বিশুদ্ধ বিশ্বাস ও শুভ চিন্তার প্রসার ঘটাতে পারেন। তাই সাম্প্রতিক...

ভূতের সাথে ভিডিও কলে কথা বলে সবাইকে অবাক করে দিন | সেরা অ্যান্ডয়েড অ্যাপ!!

ছবি
বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই অনেক ভাল আছেন বরাবরের মত আজকেও একটি অসাধারন এ্যাপ নিয়ে হাজির হয়ে গেলাম যেই এ্যাপটির মাধ্যমে আপনারা যে কাউকেই অবাক করে দিতে পারবেন এবং যে কাউকেই চমকে দিতে পারবেন বুঝতেই পারছেন দারুণ একটি এন্ড্রোয়েড এ্যাপ শেয়ার করতে যাচ্ছি তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক বন্ধুরা কেমন হতো যদি আপনার ফোনে ভূত নিজে কল দিত এবং আপনাকে ভয় দেখাতো খুবই মজা হত তাইনা? হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনার কাছে ভূত নিজে কল দিবেন এবং আপনাকে ভয় দেখাবে | এবং আপনি ভূতের সাথে একদম সরাসরি কথা বলতে পারবেন ভূতের সাথে কথা বলতে দেখলে কিন্তু আপনার বন্ধুরা একটু অবাক এবং ভয় পাবেন | দারুন একটি ফানি এ্যাপ বলতে পারেন প্রথমে এই app টি আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন এবং নিচের স্ক্রীনশট গুলো একটু ফলো করার চেষ্টা করুন আপনি যখনই ফোনটা accept করবেন সাথে সাথে আপনার সাথে ভূত আপনার সাথে হাবিজাবি কথা বলতে শুরু করে দিবে ভয় পাবেন না যারা অল্পতেই অনেক বেশি ভূতের ভয় পান তারা প্লিজ এই এপটি ডাউনলোড করবেন না ধন্যবাদ যেখানেই থাকুন bdjoynalctg এর পাশেই থাকুন, আল্লাহ হাফেজ

নিয়ে নিন আমারি মোড করা Shareit আর ফাইল ট্রান্সফার করুন ১০ জি স্পিডে

ছবি
আচ্ছালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমারি অসাধারণভাবে মোড করা এন্ড্রয়েডের একটি গুরুত্বপূর্ণ এপস shareit, ডাউনলোড করুন  Download link   চলুন কিছু স্কিনশর্ট দেখি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবসময় bdjoynalctg এর পাশেই থাকুন

হায়েজ বা ঋতুস্রাব অবস্থায় মহিলাদের জন্য! সবাই শেয়ার করবেন

ছবি
বিসমিল্লাহির রাহমানির রাহীম- হায়েজ বা ঋতুস্রাব অবস্থায় মহিলাদের জন্য যে সকল কাজ করা হারাম গ্রন্থনায়: আবদুল্লাহ আল কাফী সম্পাদনয়: আব্দুল্লাহিল হাদী (ক) ঋতুবতী মহিলার সাথে সহবাসে লিপ্ত হওয়া হারাম: এ কথার দলীল, আল্লাহ তা’আলা বলেছেন: ﻳﺴﺄﻟﻮﻧَﻚَ ﻋَﻦْ ﺍﻟْﻤَﺤِﻴْﺾِ ﻗُﻞْ ﻫُﻮَ ﺃﺫﻯً ﻓَﺎﻋْﺘَﺰِﻟُﻮْﺍ ﺍﻟﻨِّﺴَﺎﺀَ ﻓِﻲْ ﺍﻟْﻤَﺤِﻴْﺾِ ﻭَﻻَ ﺗَﻘْﺮَﺑُﻮْﻫُﻦَّ ﺣَﺘَّﻰ ﻳَﻄْﻬُﺮْﻥَ ، ﻓَﺈِﺫَﺍ ﺗَﻄَﻬَّﺮْﻥَ ﻓَﺄْﺗُﻮْﻫُﻦَّ ﻣِﻦْ ﺣَﻴْﺚُ ﺃَﻣَﺮَﻛُﻢُ ﺍﻟﻠﻪُ ،ﺇﻥَّ ﺍﻟﻠﻪَ ﻳُﺤِﺐُّ ﺍﻟﺘَّﻮَّﺍﺑِﻴْﻦَ ﻭَ ﻳُﺤِﺐُّ ﺍﻟْﻤُﺘَﻄَﻬِّﺮِﻳْﻦَ ) “আর তারা তোমার কাছে জিজ্ঞাসা করে হায়েজ সম্পর্কে। বলে দাও, এটা অপবিত্র। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রী মিলন থেকে বিরত থাক। তখন পর্যন্ত তাদের সাথে সহবাসে লিপ্ত হবে না; যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তমরূপে পরিশুদ্ধ হয়ে যাবে, তখন গমন কর তাদের কাছে। যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবা কারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।” (সূরা বাক্বারা- ২২২) এ আয়াত থেকে প্রমাণিত হল, ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন না করা পর্যন্ত স্ত্রী মিলন সম্পূর্ণ হারা...

জেনে নিন, যেভাবে শহীদ হন হযরত উমর ইবনে খাত্তাব রা.! সবাই শেয়ার করবেন

ছবি
বিসমিল্লাহির রাহমানির রাহীম- হযরত উমর ইবনে খাত্তাব রা. তখন মুসলিম জাহানের দ্বিতীয় খলীফা। কিছু সাথী নিয়ে মদীনার একটি পথ ধরে চলছেন। পথের পাশেই একটি দোকান চোখে পড়লো তাঁর। দোকানটি অগ্নি উপাসক আবু লুলুর। খলীফা প্রবেশ করলেন দোকানটিতে। আবু লুলুকে প্রশ্ন করলেন তোমার পেশা কী? আবু লুলুর উত্তর- আমি লৌহকার এবং ছুতার। পেষণযন্ত্রও (জাঁতা) তৈরি করি। আমীরুল মুমিনীন তাকে লক্ষ করে বললেন, আমি শুনেছি তুমি নাকি বলেছো, আমি এমন পেষণযন্ত্র তৈরি করতে সক্ষম যা বাতাসে চলবে। শুনে অগ্নি উপাসক বলল, আমি আপনার জন্য এমন কিছু করব যা সারা দুনিয়ার মানুষ জানবে। হযরত উমর রা. এবার সঙ্গীদেকে লক্ষ করে বললেন, দেখ সে কিন্তু আমার সাথে অঙ্গীকার করেছে। এ কথা বলে তিনি দোকান থেকে বেরিয়ে পড়লেন। কিছু দিন পর আবু লুলু একটি খঞ্জর তৈরি করল। সেটির হাতল ছিলো মাঝখানে, ফলা দুইপাশে। উভয় দিকে ধারালো সেই খঞ্জরটি সে পুরো এক মাস বিষের মধ্যে ডুবিয়ে রাখলো। যেন সেটি দিয়ে কাউকে আঘাত করলে সল্প আঘাতেও বিষক্রিয়া রক্তে ছড়িয়ে পড়ে এবং আঘাত মামুলি হলেও যেন আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুর হাত থেকে রেহাই না পায়। এরপর কোনো এক রাতের আঁধারে সে মসজিদে নববীতে সবার অগোচ...

এবারের বিপিএলের সমস্ত খেলার সময়সূচি যারা জানেন না তারা দেখে নিন

ছবি
বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নতুন ফ্র্যাঞ্চাইজি দিয়ে ফেরা সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। এবারের বিপিএলে অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচসহ সিলেটে ম্যাচ হবে মোট ৮টি। সিলেট বাদে বিপিএলের বাকি ম্যাচগুলো হবে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিলেটে উদ্বোধনের পর বিপিএল ঢাকায় আসবে ১০ নভেম্বর। প্রথম দফায় ঢাকায় ম্যাচ হবে ১৬টি। এরপর বিপিএল চট্টগ্রামে যাবে ২৪ নভেম্বর। সেখানে ম্যাচ হবে ১০টি। ২ ডিসেম্বর আবার ঢাকায় ফিরবে বিপিএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ১২ ডিসেম্বর ঢাকায়। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। দেখেনিন বিপিএল পঞ্চম আসরের সময়সূচি: সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর bdjoynalctg এর সাথেই থাকবেন।

আপনি ছাড়া অন্য কেউ আপনার বউকে Call বা Massage করতে পারবে না [যারা যানেন না তাদের জন্য]

ছবি
আসলামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে Share করতে যাচ্ছি কি ভাবে আপনি ছাড়া অন্য কেউ আপনার GF কে Call Massage করতে পারবে না। [Note:এই রকম Post আগেও হতে পারে। জারা যানেন তারা কষ্ঠ করে নিচে যাবেন না। ] চলুন জেনে নেই Apps টি তে কি কি সুবিধা আছে। ১.Withte list call Receive ২.Withte list massage Receive ৩.call Block ৪.Only Contact List Number Call you ৫. Only Contact List Number massage you .আরো অনেক সুবিধা। অনেকই বলবেন ভাই white List আবার কি? উত্তর :Whitelist হলো আপনি যে নামবার গুলো List করে রাখবেন সেই নামবার গুল আপনাকে Call/massage করতে পারবে। ধরুন আপনি আপনার Gf এর ফোনে আপনার নামবার white list তে রেখে দিলে। তাহলে আপনি শুধু আপনার Gf call/massage করতে পারবেন। চলুন কাজে আসি কি ভাবে Apps Setting করবেন। বন্ধুরা প্রথমে আপনারা Apps টি Download করে নিবেন। click here to download [Note:একটি Apps locker/Apps Hide Apps use করে Call Blocker Apps hide করে দিবেন যাতে আপনা Gf বুজতে না পারে।] ১. Apps টি Install করুন আপনার Gf এর ফোনে Open করুন। ২.Ss দেখে কাজ করুন। ৩.Ss দ...

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত

ছবি
সালাতুত্ তাসবীহ হলো, এক সালামে ৪ রাক’য়াত সালাত; যার মধ্যে মোট ৩০০ বার নিম্নের তাসবীহ পাঠ করতে হয়। তাসবীহ :- ﺳُﺒﺤَﺎﻥَ ﺍﻟﻠﻪِ ﻭَﺍﻟﺤَﻤﺪُ ﻟﻠﻪِ ﻭَﻟَﺎ ﺍِﻟﻪَ ﺍِﻻ ﺍﻟﻠﻪُ ﻭَﺍﻟﻠﻪُ ﺍَﻛﺒَﺮُ বাংলা উচ্চারণ: সুব্হানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ** সালাতের মাঝে তাসবীহ পাঠের নিয়ম: (চার রাক‘য়াতের প্রতি রাক‘য়াতে) ১. সূরা ফাতিহা পড়ার পূর্বে (প্রথম রাক’য়াতে ছানা পড়ার পরে) ১৫ বার ২. সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার পূর্বে দাড়ানো অবস্থায় ১০ বার ৩. রুকুর তাসবীহ শেষ করে রুকু অবস্থায় ১০ বার ৪. রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল্ হামদ বলার পরে হাত ছাড়া অবস্থায় ১০ বার ৫. প্রথম সিজদার তাসবীহ শেষ করে সিজদারত অবস্থায় ১০ বার ৬. প্রথম সিজদা থেকে উঠে বসে অর্থাৎ দুই সিজদার মাঝে বসা অবস্থায় ১০ বার ৭. দ্বিতীয় সিজদার তাসবীহ শেষ করে সিজদারত অবস্থায় ১০ বার উক্ত নিয়মানুযায়ী মোট ৪ রাক‘য়াত সালাত আদায় করতে হবে। প্রতি রাক‘য়াতে উক্ত তাসবীহ ৭৫ বার করে মোট (৭৫x৪) = ৩০০ বার পাঠ করতে হবে। প্রথম বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ শরীফ পাঠ করা উত্তম । এরপর আল্লাহু আকবার বলে দাড়িয়ে উক্ত নিয়মে বাক...

খুব সহজ উপায়ে মোবাইল দিয়ে ফেসবুক এ যে কোন খেলা লাইভ দেখান।

ছবি
“আসসালামু আলাইকুম ” সবাই কেমন আছেন?? আমি আজ শিখাব খুব সহজ উপায় এ কিভাবে মোবাইল দিয়ে খেলা লাইভ দেখাবেন । এই নিয়ে আমি এর আগে একটা এমন পোস্ট আমি করে ছিলাম। কিন্তু সেই পদ্ধতি এট্টু কঠিন ছিল। আজ আমি এর চাইতে সহজ ভাবে কিভাবে লাইভ এ যে কোন খেলা দেখাবেন, বিশেষ করে ক্রিকেট খেলা কিভাবে দেখাবেন। তা হলে চলুন শুরু করি। যা যা করতে হবে ১. প্রথমে এই অ্যাপ টি ডাউনলোড করেন  ডাউনলোড লিংক ২. ডাউনলোড হয়ে গেলে অ্যাপ টি ওপেন করুন। ওপেন করার পর মেনু অপশন থেকে other যান। নিচের মত,,,,, ৩. তারপর কি মোড এ লাইভে যেতে চান তা সিলেক্ট করার জন্য নিচে ফলো করেন আমারা যেহেতু খেলা লাইভ দেখাব তাই স্কিন মোড সিলেক্ট করেছি। ৪. এবার server URL(rtmp) এ ক্লিক করেন,,,, এখানে আপনাকে ফেসবুক এর লাইভ এর server URL (rtmp) দিতে হবে। এখন ফেসবুক এর server URL (rtmp) কিভাবে পাবেন। (i) প্রথবে এই লিংক এ যান https://www.facebook.com/live/create (ii) যাওয়ার পর নিচের মত আসবে (iii) create live stream ক্লিক করলে নিচের মত আসবে এখানে দুটি বক্স পাবেন। প্রথম বক্স server URL পরের বক্স এ stream key, দুটা কপি করেন। (iv) server URL এর পরে stream k...