মহা মানবের আগমন
মহা মানবের আগমন
। মা।সু।দ।খাঁ।ন।
। মা।সু।দ।খাঁ।ন।
আজি হতে প্রায় ১৪ শত বছর পূর্বে
কে এলো সেই আরবেরি প্রান্তে
আঁধারো বুঝি কাটিল আজি
সেই মহা মানবের আগমনে,
কে এলো সেই আরবেরি প্রান্তে
আঁধারো বুঝি কাটিল আজি
সেই মহা মানবের আগমনে,
আজ আমিনা মায়ের কোলে
দেখো কোন সেই রাঙা রবি দোলে,
ঐ চাঁদ সুর্যের আলো কভু নাই বা
লাগে আজ ভালো,
তাঁর আগমনে, আশার আলো
জাগিলো সকলের অন্তরে।
দেখো কোন সেই রাঙা রবি দোলে,
ঐ চাঁদ সুর্যের আলো কভু নাই বা
লাগে আজ ভালো,
তাঁর আগমনে, আশার আলো
জাগিলো সকলের অন্তরে।
যুলুমে নির্যাতনে নিপিঢ়ণে
অন্ধকারে ছিলো যে সমাজ,
মানুষের মনে ছিলোনা কভু শান্তি,
দুর করতে কে এলো পৃথীবির সকল ক্লান্তি।
অন্ধকারে ছিলো যে সমাজ,
মানুষের মনে ছিলোনা কভু শান্তি,
দুর করতে কে এলো পৃথীবির সকল ক্লান্তি।
নারিদের ছিলোনা কভু মর্যাদা
যে সমাজে মেয়েদের জীবন্ত
কুপে ফেলা হতো,
নির্যাতিত নারিদের রাণীর আসন দিতে
কে এলো এই পৃথিবীর বুকে।
যে সমাজে মেয়েদের জীবন্ত
কুপে ফেলা হতো,
নির্যাতিত নারিদের রাণীর আসন দিতে
কে এলো এই পৃথিবীর বুকে।
এমন একটি সুনালী সমাজ কে দিলো উপহার
যার আগমনে দুর হলো সকল অন্যার অবিচার,
যার আগমনে দুর হলো সকল অন্যার অবিচার,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন