মনের সুর
মনের সুর
মাসুদ খাঁন
বাজিছে আজি আনন্দের সুর,
কেও নেই তাহা দেখে হবে যে ব্যাকুল,
সুরের তালে তালে মন যে দোলে
রঙ্গীন রঙ্গে মন আজ নিজেই সাঁজে,
মনে রয়েছে অনেক খরা
তবুও কেনো আনন্দে ভরা,
কিসের জন্য,কিবা পাওয়ার আশা
মন যে আজ হয়ে রয়েছে উতালা।
মনের মাঝে বাজিছে বিণ
অন্তরের হর্ষ কেন আজ সাড়া দিন,
চার দিকে দেখছি জোৎস্নার আলো
হৃদয়ে আজ তাই লেগেছে ভালো,
মাসুদ খাঁন
বাজিছে আজি আনন্দের সুর,
কেও নেই তাহা দেখে হবে যে ব্যাকুল,
সুরের তালে তালে মন যে দোলে
রঙ্গীন রঙ্গে মন আজ নিজেই সাঁজে,
মনে রয়েছে অনেক খরা
তবুও কেনো আনন্দে ভরা,
কিসের জন্য,কিবা পাওয়ার আশা
মন যে আজ হয়ে রয়েছে উতালা।
মনের মাঝে বাজিছে বিণ
অন্তরের হর্ষ কেন আজ সাড়া দিন,
চার দিকে দেখছি জোৎস্নার আলো
হৃদয়ে আজ তাই লেগেছে ভালো,

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন