জীবন সঙ্গী
জীবন সঙ্গী
মাসুদ খাঁন
মাসুদ খাঁন
নিরজন একা একা
ভাবি শুধু হৃদয়ের কথা,
ভাবি শুধু হৃদয়ের কথা,
কেও নেই বলবো তাকে
শুনে সে থাকবে সাথে,
শুনে সে থাকবে সাথে,
অন্তরে যতো ক্লান্তি
দুর হয়ে!
হৃদয়ে আসবে শান্তি,
দুর হয়ে!
হৃদয়ে আসবে শান্তি,
খুজি শুধু এমন কাওকে
সবকিছু বলতে পারবো যাকে,
সবকিছু বলতে পারবো যাকে,
আছে যতো হতাশা
দুর করার জন্য
সে দেবে আশা,
দুর করার জন্য
সে দেবে আশা,
নতুন করে পথ চলা
যেনো না হয় হাতছাড়া,
যেনো না হয় হাতছাড়া,
কেও যদি থাকো এমন
জয় করতে পারবে আমার মন,
জয় করতে পারবে আমার মন,
যে জ্বালাবে দ্বীন প্রতিষ্ঠার বাতি
সে হতে পারো আমার
সারা জীবনের সঙ্গী,
সে হতে পারো আমার
সারা জীবনের সঙ্গী,
"কবিতা"
লেখাঃ-মাসুদ খাঁন
তারিখঃ-১২-০১-২০১৭ইং
সময়ঃ- সন্ধা ৮টায়
Nesar Uddin এর মেসে,
লেখাঃ-মাসুদ খাঁন
তারিখঃ-১২-০১-২০১৭ইং
সময়ঃ- সন্ধা ৮টায়
Nesar Uddin এর মেসে,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন