আপনজন

আপন জন
            মাসুদ খাঁন
নিস্তব্ধ পৃথিবী,মুখরিত মন,
হৃদয়টা হয়ে যায় হরণ,
সাথে থাকে যখন আপন জন,
চারদিকে জোসনার আলো
চরণ ঝুলিয়ে জল অকারণ,
ফুলের কুসুম ঘ্রাণে মন হয়ে যায় মুগ্ধ,
কতো হাসি, কতো খুশি,
কতো কথা, কতো ব্যাথা
হয়ে যায় বলা,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিখ্যাত সাহাবী আবু হুরাইরাহ (রা.)-এর পূর্ণাঙ্গ জীবনী

সত্যের জয় গান

জাতির আর্তনাদ