অতুল আবেদন

অতুল আবেদন
                 __মাসুদ খাঁন
জীবনের ক্ষণে ক্ষণে,
মনে মনে করি বারে বারে আলাপন,
মন যে করে শুধু জ্বালাতন।
কতোই না করেছি পাপ
বিদাতার কাছে পাবো কি মাপ,
সেই কথা মনে হলে
হৃদয়টা হয়ে যায় অচেতন।
মায়ার মোহে পড়ে আমরা
মেতে আছি সারাক্ষণ,
দুনিয়ার রঙ্গমণ্ঝে করতেছি কতোইনা কিছু,
তাহা শেষ হতে লাগবে আর কতক্ষণ।
হায়াত রয়েছে কার কতোটুকু
সেই খবর রাখে না তো কেও,
মালাকুল মওত আসবে যখন
জীবনের ইতি দিতে
লাগবেনাতো আর বেশিক্ষণ।
পূর্বের পাপের জন্য তাওবা করি এখন
সময় থাকিতে হয়ে যাই সচেতন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিখ্যাত সাহাবী আবু হুরাইরাহ (রা.)-এর পূর্ণাঙ্গ জীবনী

সত্যের জয় গান

জাতির আর্তনাদ