তোমার ইচ্ছা, আমার আশা,এক করে হবে ভালোবাসা
মম,
তোমার ইচ্ছা,আমার আশা,
এক করে হবে ভালোবাসা।
তোমার ইচ্ছা,আমার আশা,
এক করে হবে ভালোবাসা।
তুমি বলেছিলে---
মম তুমি আসবে কবে?
হাতে হাত রাখবে কবে?
চোখে চোখ রাখবে কবে?
ভালোবাসার মহা সাগরে
ভাসবে কবে?
মম তুমি আসবে কবে?
হাতে হাত রাখবে কবে?
চোখে চোখ রাখবে কবে?
ভালোবাসার মহা সাগরে
ভাসবে কবে?
আমি বলেছিলাম---
মম আমি আসবো!
তোমায় ভালো বাসবো!
মধুময় জীবন গড়বো!
সুখেরি মাঝে বাসবো!
"তবে"
সব কিছুই হবে,
আমাদের নিকাহ্'র পরে।
মম আমি আসবো!
তোমায় ভালো বাসবো!
মধুময় জীবন গড়বো!
সুখেরি মাঝে বাসবো!
"তবে"
সব কিছুই হবে,
আমাদের নিকাহ্'র পরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন