এইতো মোদের জম্মভূমি

এইতো মোদের জম্মভূমি
           |মা|সু|দ|খাঁ|ন|
এইতো মোদের জম্মভূমি
যাহা সোনার ছেয়ে খাঁটি,
যে স্বাধীনতা অর্জনে দিতে হয়েছে
হাজার লক্ষ প্রাণ হানি,
হাজার লক্ষ মা বোনের ইজ্জতের
বিনিময়ে পেয়েছি মোরা সোনার খুনি,
যাদের আত্মতেগের বিনিময়ে
আমরা পেয়েছি বাংলাদেশ খানি,
সেই সকল শহীদদের জানাই
মন থেকে শ্রদ্ধান্জলি,
যার প্রেমে প্রেমময় মন, হয়ে যায় সারাক্ষন,
তাইতো মোরা বাংলাদেশকে প্রানের ছেয়ে ভালোবাসি,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিখ্যাত সাহাবী আবু হুরাইরাহ (রা.)-এর পূর্ণাঙ্গ জীবনী

সত্যের জয় গান

জাতির আর্তনাদ