প্রার্থনা

"প্রার্থনা"
        মাসুদ খাঁন
প্রভু মোর অন্তরকে করোনা নষ্ট
দ্বীনের পথ থেকে করোনা পথভ্রষ্ট,
তুমিতো মোরে করেছো সৃষ্টি
দিয়েছো মান-সম্মানে শ্রেষ্ট,
বানিয়েছো তোমার গোলাম
আর তোমার হাবীবের উম্মত
যে পরশে মোরা হয়েছি কষ্টি,
পথের দিশা ভুল করে যদি
কভু চলে যাই বহুদুরে,
তবে তুমি ভূলে যেয়ো না
আলোর দিশা দিয়ো মোরে।
তাদের পথে চালিয়ো মোরে
যাদেরকে করেছো তুমি অনুগ্রহ,
আর মান-সম্মানে করেছো শ্রেষ্ট,
তাদের পথ নহে যারা হলো ভ্রান্ত
এবং হয়েছে পথভ্রষ্ট।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিখ্যাত সাহাবী আবু হুরাইরাহ (রা.)-এর পূর্ণাঙ্গ জীবনী

সত্যের জয় গান

জাতির আর্তনাদ