তোমারি প্রণয়ের মূল্য

তোমারি প্রণয়ের মূল্য!!!
আমিতো আর সম্রাট শাহ্ জাহানের মতো তোমার প্রণয়ের সৃতি হিসেবে একটি তাজমহল গড়তে পারবো না,
"তবে"
যদি তুমি কথা দাও!
আজম্ম থাকবে একসাথে,
তাহা হলে তোমাকে নিয়ে
সুখ এবং দুঃখ দিয়ে,
প্রণয় নামের একটি প্রাসাদ গড়বো
যাহার মধ্যে বাস করবো দুজনে মীলে।
                         

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিখ্যাত সাহাবী আবু হুরাইরাহ (রা.)-এর পূর্ণাঙ্গ জীবনী

সত্যের জয় গান

জাতির আর্তনাদ