সত্যের জয় গান মাসুদ খাঁন আমি সত্য প্রকাশে আপোষহীন, কবিতার ছন্দে ছন্দে মনের আনন্দে সবার কাছে বাজাতে চাই সত্যের বীণ। কেওবা তাহা গ্রহন করুক বা নাইবা করুক এতে আমার কিছু আসে যায় না, সত্যকে আমি গ্রহন করে অন্যের মাঝে প্রকাশ করবো সেই আমার মনের ভাষণা। যাহারা সত্যকে মেনে নিবে তাদেরকে জানাই স্বাগতম, আর যাহারা মানবেনা তাদের জন্য হবো না আমি অচেতন। সবার কাছে আমার আহবান, দুনিয়ার শুরু লগ্ন থেকেই সত্য মিথ্যের ছিলো ব্যবধান, যাহারা ছিলো সত্যের উপর তাহারাই গেয়েছে সত্যের জয় গান! তাই সত্যকে মিথ্যার বিতর লুকিয়ে রেখে মিথ্যা প্রতিষ্ঠা যতোই করোনা তুমি, সত্য প্রতিষ্ঠার মোশাল নিয়ে আসবে, যে কেউ আসবে,দুনিয়ার সবাই সত্যেরর মাঝে বাসবে,গাইবে সবাই সত্যের জয় গান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন