ঊষার আলো

ঊষার আলো
       মাসুদ খাঁন
ঊষার লগনে কোন যে আলো
জালিয়ে দিলো মোর অন্তরে,
আঁধারো বুঝি কাটিবে আজি
জীবনের সর্বক্ষণে,

সেই আশায় গভীর রজনীতে
থাকিতাম আমি পথ ছেয়ে,
সেই যে আসিবে মিষ্টি মুখে হাঁসিবে,
দেখবো আমি তার গোলাপ রাঙা মুখ খানি,

ঊষার আলো জাগিবার আগে
মুয়াজ্জীনে ডাকে মধূর সুরে,
সেই সুরে মুসল্লীরা উম্মাদের মতো
ছুটে চলে প্রভূর প্রেমে প্রেমময় হয়ে মাসজীদে,

সেই আলো জাগিতে নয়তো বেশি দুর
ঊষার আলো জাগিবে আজি,
রাতের আঁধার কাটিবার পরে
কেটে যাবে সকল অন্ধকার পূথিবীর সর্বক্ষণে।

নতুন আলো জাগিছে আজি
দেখিতেছি মোরা নতুন সুর্যদয়,
নতুন করে বাঁচিবার তরে
আশার আলো জাগে সবার অন্তরে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিখ্যাত সাহাবী আবু হুরাইরাহ (রা.)-এর পূর্ণাঙ্গ জীবনী

সত্যের জয় গান

জাতির আর্তনাদ