যুগের নকিব
যুগের নকিব
মাসুদ খাঁন
মাসুদ খাঁন
আমি হতে চাই যুগের নকিব
আধাঁরে জ্বালাতে চাই
আলোর প্রদীপ,
আধাঁরে জ্বালাতে চাই
আলোর প্রদীপ,
যাহারা রয়েছে এখনো ঘুমন্ত
তাহাদের বিবেক
করতে চাই জাগ্রত,
তাহাদের বিবেক
করতে চাই জাগ্রত,
মিথ্যার প্রকটে আজি
সত্য রয়েছে চাপা,
সত্য প্রকাশে আজি
জালিমেরা মারে থাবা,
সত্য রয়েছে চাপা,
সত্য প্রকাশে আজি
জালিমেরা মারে থাবা,
জালিমের মসনদ
হয়ে যাবে খানখান,
জ্বালাতে পারো যদি
সত্যের শ্মশান,
হয়ে যাবে খানখান,
জ্বালাতে পারো যদি
সত্যের শ্মশান,
যারা অশান্তি দুরগতি চাহে
তারা পায় কি কবে দেখরে ভাই,
উহারা চলুক উহাদের পথে
আমরা সত্যের পথে চলতে চাই,
তারা পায় কি কবে দেখরে ভাই,
উহারা চলুক উহাদের পথে
আমরা সত্যের পথে চলতে চাই,
সত্যের মুশাল হাতে নেবো হাতে
মিথ্যার সাথে রণ হবে সত্যের পথে,
সত্যকে যদি ধরতে পারো সবে একসাথে
মিথ্যা দুর হয়ে সত্যের বিজয় হবে।
মিথ্যার সাথে রণ হবে সত্যের পথে,
সত্যকে যদি ধরতে পারো সবে একসাথে
মিথ্যা দুর হয়ে সত্যের বিজয় হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন