পোস্টগুলি

জানুয়ারি, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নবীন বরণ

নবীণ বরণ মাসুদ খান এসেছে ক্যাম্পাস জুড়ে শত মেধাবিদের দল, সুন্দর এই পরিবশকে সদয়ে গ্রহন কর, করছি তোমাদের বরণ, আনন্দে দোলে দেখো শিক্ষকদের মন। প্রতি বছরেই নবীন আসবে প্রবিন হবে সবাই, সঠিক আদর্শকে পুজি করে থাকবো মোরা ভাই-ভাই, দুঃখ-কষ্ট ভাগা ভাগি করে থাকবো মোরা একসাথে, ছোট-বড় থাকবেনা কভু ভেদাবেদ! চলবো মিলে মিশে। তোমরা নবদিগন্ত হবেনা কভু ক্লান্ত, কাওকে পাবে না কো ভয় সারা পৃথিবীকে করবে জয়, জ্ঞানের আলো নিতে এসেছিলে এই ধরা, সঠিক সিদ্ধান্তে এসে হইয়ো না কো পথ হারা, তোমাদের দিকে ছেয়ে আছে দেখো! হাজারও প্রান, গাইবে গাইবে তোমরা বিজয়ের গান।

ধ্রুবতারা

ধ্রুবতারা        মাসুদ খাঁন সেই অতীতের মতোই আজো খুজি বিশাল আকাশ পানে তোমায়, উজ্জ্বল হয়ে জ্বলছো তুমি রাতেরই ধ্রুবতারায়। লক্ষ তারকার মাঝে যখন তোমায় খুজে পাই আমি, তোমার মাঝে কখন যে হারিয়ে যাই একটুও টের পাই না আমি, লক্ষ তারকার মাঝে তুমিতো ছিলে ধ্রুবতারা, মিটি-মিটি করে জ্বলে থাকতে সঠিক পথ পেতো পথ হারা। হঠাৎ দেখি নেই তুমি হারিয়ে পেলেছি পথ ভূমি, তোমায় খুজিতে খুজিতে ক্লান্ত হয়ে পথে পথে ঘুরি।

তুমি আসবে

ছবি
তুমি আসবে             মাসুদ খাঁন তুমি আসবে!! হাতে একটি লাল গোলাপ নিয়ে, যে গোলাপ বলে প্রেয়সীর মনের কথা, যে গোলাপ বলে ভালোবাসার কথা, যে গোলাপ গায় আনন্দের গান, গায় মিলনের গান, যে গোলাপ অতীতের এবং ভবিষতের কথা বলে যায়, যে গোলাপে রয়েছে প্রিয়ার নিটোল হাতের ছোঁয়ায়, জোছনা রাতের মায়াবী স্পশ্য সঁপে দেয় মন, তুমি আসবে!! হাতে একটি লাল গোলাপ নিয়ে, তোমায় খুজেছি আমি উদাসী বনের হাওয়ায় হিমাদ্রী শিখরে বন বীথিকায়, খুঁজেছি তোমায় দেবদারু শাল-তমালের ছায়ায়, একটি মাত্র লাল গোলাপের জন্যে, তোমার ভালোবাসার অর্ঘ্য পাওয়ার জন্যে একটি মাত্র লাল গোলাপ নিয়ে আসবে। তুমি আসবে!! হাতে একটি লাল গোলাপ নিয়ে, যে গোলাপটির সাড়া অঙ্গে থাকবে কাঁটা যে গোলাপের ছোঁয়া পাওয়ার জন্যে কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে আমার নিজের অঙ্গ, সেই লাল রক্তে রাঙ্গিয়ে দিবো তোমায়, হৃদয়ে আমার সেই আনন্দের সুর বাজিবে তবুও বুকে তুলে নিবো তোমারই অর্ঘ্য, হাতে একটি লাল গোলাপ নিয়ে।

বৃষ্টি ভেজা মন

বৃষ্টি ভেজা মন           মাসুদ খাঁন বৃষ্টির প্রতিটি ফোটায় ফোটায় যেনো মনটা প্রভুর প্রেমে উদ্ভাসিত হয়। বৃষ্টির প্রতিটি ফোটায় ফোটায় নতুন প্রকৃতির সৌন্দর্য উদ্ভাসিত হয়। বৃষ্টির প্রতিটি ফোটায় ফোটায় যেনো মজলুম মানবতার আর্তনাদ শোনা যায়। বৃষ্টির প্রতিটি ফোটায় ফোটায় মনের সকল কাদা ধুয়ে মুছে যায়। বৃষ্টির প্রতিটি ফোটায় ফোটায় মহান প্রভুর সৃষ্টির ছন্দ উদ্ভাসিত হয়। বৃষ্টির প্রতিটি ফোটায় ফোটায় একা একা প্রভুর প্রেমের গান শুনে সময় কাটানো যায়।                       

নব জীবন

ছবি
নব জীবন    মাসুদ খান এইতো মোর রঙ্গীন রঙ্গে রাঙ্গানো জীবন যোজন হবে নতুন করে কোন সে জন, সম্পর্ক আমি চাই যেমন হতে নাও পারে তাহা তেমন, আধুনিক যুগের অশ্লীল ভালোবাসা  তাহা দেখে মন হয়ে রয় হতাশা, চলছে ভালোবাসার নামে নোংরামী তাহার ফাঁদে পড়ে হতে চাইনা পাপী, হৃদয়ের মাঝে রয়েছে ইসলামের চাপ, তাই চাইনা করতে নিকাহ্'র আগে পাপ, নিকাহ্'র পর যে আসবে জীবন সাথী হয়ে সকল ভালোবাসা উজাড় করে দেবো তাকে,