নব জীবন
নব জীবন
মাসুদ খান
এইতো মোর রঙ্গীন রঙ্গে রাঙ্গানো জীবন
যোজন হবে নতুন করে কোন সে জন,
সম্পর্ক আমি চাই যেমন
হতে নাও পারে তাহা তেমন,
আধুনিক যুগের অশ্লীল ভালোবাসা
তাহা দেখে মন হয়ে রয় হতাশা,
চলছে ভালোবাসার নামে নোংরামী
তাহার ফাঁদে পড়ে হতে চাইনা পাপী,
হৃদয়ের মাঝে রয়েছে ইসলামের চাপ,
তাই চাইনা করতে নিকাহ্'র আগে পাপ,
নিকাহ্'র পর যে আসবে জীবন সাথী হয়ে
সকল ভালোবাসা উজাড় করে দেবো তাকে,

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন