নবীন বরণ

নবীণ বরণ

মাসুদ খান


এসেছে ক্যাম্পাস জুড়ে
শত মেধাবিদের দল,
সুন্দর এই পরিবশকে
সদয়ে গ্রহন কর,
করছি তোমাদের বরণ,
আনন্দে দোলে দেখো
শিক্ষকদের মন।
প্রতি বছরেই নবীন আসবে
প্রবিন হবে সবাই,
সঠিক আদর্শকে পুজি করে
থাকবো মোরা ভাই-ভাই,
দুঃখ-কষ্ট ভাগা ভাগি করে
থাকবো মোরা একসাথে,
ছোট-বড় থাকবেনা কভু
ভেদাবেদ! চলবো মিলে মিশে।
তোমরা নবদিগন্ত
হবেনা কভু ক্লান্ত,
কাওকে পাবে না কো ভয়
সারা পৃথিবীকে করবে জয়,
জ্ঞানের আলো নিতে
এসেছিলে এই ধরা,
সঠিক সিদ্ধান্তে এসে
হইয়ো না কো পথ হারা,
তোমাদের দিকে ছেয়ে আছে
দেখো! হাজারও প্রান,
গাইবে গাইবে তোমরা
বিজয়ের গান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিখ্যাত সাহাবী আবু হুরাইরাহ (রা.)-এর পূর্ণাঙ্গ জীবনী

সত্যের জয় গান

জাতির আর্তনাদ