ধ্রুবতারা
ধ্রুবতারা
মাসুদ খাঁন
মাসুদ খাঁন
সেই অতীতের মতোই আজো খুজি
বিশাল আকাশ পানে তোমায়,
উজ্জ্বল হয়ে জ্বলছো তুমি
রাতেরই ধ্রুবতারায়।
বিশাল আকাশ পানে তোমায়,
উজ্জ্বল হয়ে জ্বলছো তুমি
রাতেরই ধ্রুবতারায়।
লক্ষ তারকার মাঝে
যখন তোমায় খুজে পাই আমি,
তোমার মাঝে কখন যে হারিয়ে যাই
একটুও টের পাই না আমি,
যখন তোমায় খুজে পাই আমি,
তোমার মাঝে কখন যে হারিয়ে যাই
একটুও টের পাই না আমি,
লক্ষ তারকার মাঝে
তুমিতো ছিলে ধ্রুবতারা,
মিটি-মিটি করে জ্বলে থাকতে
সঠিক পথ পেতো পথ হারা।
তুমিতো ছিলে ধ্রুবতারা,
মিটি-মিটি করে জ্বলে থাকতে
সঠিক পথ পেতো পথ হারা।
হঠাৎ দেখি নেই তুমি
হারিয়ে পেলেছি পথ ভূমি,
তোমায় খুজিতে খুজিতে
ক্লান্ত হয়ে পথে পথে ঘুরি।
হারিয়ে পেলেছি পথ ভূমি,
তোমায় খুজিতে খুজিতে
ক্লান্ত হয়ে পথে পথে ঘুরি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন