তুমি আসবে
তুমি আসবে
মাসুদ খাঁন
মাসুদ খাঁন
তুমি আসবে!!
হাতে একটি লাল গোলাপ নিয়ে,
যে গোলাপ বলে প্রেয়সীর মনের কথা,
যে গোলাপ বলে ভালোবাসার কথা,
যে গোলাপ গায় আনন্দের গান, গায় মিলনের গান,
যে গোলাপ অতীতের এবং ভবিষতের কথা বলে যায়,
যে গোলাপে রয়েছে প্রিয়ার নিটোল হাতের ছোঁয়ায়,
জোছনা রাতের মায়াবী স্পশ্য সঁপে দেয় মন,
হাতে একটি লাল গোলাপ নিয়ে,
যে গোলাপ বলে প্রেয়সীর মনের কথা,
যে গোলাপ বলে ভালোবাসার কথা,
যে গোলাপ গায় আনন্দের গান, গায় মিলনের গান,
যে গোলাপ অতীতের এবং ভবিষতের কথা বলে যায়,
যে গোলাপে রয়েছে প্রিয়ার নিটোল হাতের ছোঁয়ায়,
জোছনা রাতের মায়াবী স্পশ্য সঁপে দেয় মন,
তুমি আসবে!!
হাতে একটি লাল গোলাপ নিয়ে,
তোমায় খুজেছি আমি উদাসী বনের হাওয়ায়
হিমাদ্রী শিখরে বন বীথিকায়,
খুঁজেছি তোমায় দেবদারু শাল-তমালের ছায়ায়,
একটি মাত্র লাল গোলাপের জন্যে,
তোমার ভালোবাসার অর্ঘ্য পাওয়ার জন্যে
একটি মাত্র লাল গোলাপ নিয়ে আসবে।
হাতে একটি লাল গোলাপ নিয়ে,
তোমায় খুজেছি আমি উদাসী বনের হাওয়ায়
হিমাদ্রী শিখরে বন বীথিকায়,
খুঁজেছি তোমায় দেবদারু শাল-তমালের ছায়ায়,
একটি মাত্র লাল গোলাপের জন্যে,
তোমার ভালোবাসার অর্ঘ্য পাওয়ার জন্যে
একটি মাত্র লাল গোলাপ নিয়ে আসবে।
তুমি আসবে!!
হাতে একটি লাল গোলাপ নিয়ে,
যে গোলাপটির সাড়া অঙ্গে থাকবে কাঁটা
যে গোলাপের ছোঁয়া পাওয়ার জন্যে কাটার আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে যাবে আমার নিজের অঙ্গ,
সেই লাল রক্তে রাঙ্গিয়ে দিবো তোমায়,
হৃদয়ে আমার সেই আনন্দের সুর বাজিবে
তবুও বুকে তুলে নিবো তোমারই অর্ঘ্য,
হাতে একটি লাল গোলাপ নিয়ে।
হাতে একটি লাল গোলাপ নিয়ে,
যে গোলাপটির সাড়া অঙ্গে থাকবে কাঁটা
যে গোলাপের ছোঁয়া পাওয়ার জন্যে কাটার আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে যাবে আমার নিজের অঙ্গ,
সেই লাল রক্তে রাঙ্গিয়ে দিবো তোমায়,
হৃদয়ে আমার সেই আনন্দের সুর বাজিবে
তবুও বুকে তুলে নিবো তোমারই অর্ঘ্য,
হাতে একটি লাল গোলাপ নিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন