পোস্টগুলি

ঊষার আলো

ঊষার আলো        মাসুদ খাঁন ঊষার লগনে কোন যে আলো জালিয়ে দিলো মোর অন্তরে, আঁধারো বুঝি কাটিবে আজি জীবনের সর্বক্ষণে, সেই আশায় গভীর রজনীতে থাকিতাম আমি পথ ছেয়ে, সেই যে আসিবে মিষ্টি মুখে হাঁসিবে, দেখবো আমি তার গোলাপ রাঙা মুখ খানি, ঊষার আলো জাগিবার আগে মুয়াজ্জীনে ডাকে মধূর সুরে, সেই সুরে মুসল্লীরা উম্মাদের মতো ছুটে চলে প্রভূর প্রেমে প্রেমময় হয়ে মাসজীদে, সেই আলো জাগিতে নয়তো বেশি দুর ঊষার আলো জাগিবে আজি, রাতের আঁধার কাটিবার পরে কেটে যাবে সকল অন্ধকার পূথিবীর সর্বক্ষণে। নতুন আলো জাগিছে আজি দেখিতেছি মোরা নতুন সুর্যদয়, নতুন করে বাঁচিবার তরে আশার আলো জাগে সবার অন্তরে।

মনের সুর

ছবি
   মনের সুর             মাসুদ খাঁন             বাজিছে আজি আনন্দের সুর, কেও নেই তাহা দেখে হবে যে ব্যাকুল, সুরের তালে তালে মন যে দোলে রঙ্গীন রঙ্গে মন আজ নিজেই সাঁজে, মনে রয়েছে অনেক খরা তবুও কেনো আনন্দে ভরা, কিসের জন্য,কিবা পাওয়ার আশা মন যে আজ হয়ে রয়েছে উতালা। মনের মাঝে বাজিছে বিণ অন্তরের হর্ষ কেন আজ সাড়া দিন, চার দিকে দেখছি জোৎস্নার আলো হৃদয়ে আজ তাই লেগেছে ভালো,

সত্যের জয় গান

ছবি
সত্যের জয় গান          মাসুদ খাঁন আমি সত্য প্রকাশে আপোষহীন, কবিতার ছন্দে ছন্দে মনের আনন্দে সবার কাছে বাজাতে চাই সত্যের বীণ। কেওবা তাহা গ্রহন করুক বা নাইবা করুক এতে আমার কিছু আসে যায় না, সত্যকে আমি গ্রহন করে অন্যের মাঝে প্রকাশ করবো সেই আমার মনের ভাষণা। যাহারা সত্যকে মেনে নিবে তাদেরকে জানাই স্বাগতম, আর যাহারা মানবেনা তাদের জন্য হবো না আমি অচেতন। সবার কাছে আমার আহবান, দুনিয়ার শুরু লগ্ন থেকেই সত্য মিথ্যের ছিলো ব্যবধান, যাহারা ছিলো সত্যের উপর তাহারাই গেয়েছে সত্যের জয় গান! তাই সত্যকে মিথ্যার বিতর লুকিয়ে রেখে মিথ্যা প্রতিষ্ঠা যতোই করোনা তুমি, সত্য প্রতিষ্ঠার মোশাল নিয়ে আসবে, যে কেউ আসবে,দুনিয়ার সবাই সত্যেরর মাঝে বাসবে,গাইবে সবাই সত্যের জয় গান।

জাতির আর্তনাদ

       জাতির আর্তনাদ                 মাসুদ খাঁন কেটেছে আধাঁর জেগেছে আলো, ক্লান্তির ঘোরটা নিভেনি আজো!! চারদিকে বাজিছে বিণের সুর, মনের হর্ষ কেনো বহু দুর!! চারদিকে শুনি শান্তির আহবান, তবুও কেনো সত্যের কথা বলতে গিয়ে দিতে হচ্ছে প্রান!! বাংলা ভাষার জন্য হয়েছে শহীদ দিয়েছে অনেক প্রান! তবুও কেনো ইংরেজদের শেখানো 31st এর নামে বেহায়াপনার গান। ধর্ম নিরপক্ষ বলে থাকছি একই সাথে, তবুও কেনো জঙ্গীবাদের ঘ্রাণ ধর্মের মাঝে!! উন্নয়নের জোয়ারে বেসে যাচ্ছে পৃথিবী, তবুও কেনো সেই ছেলেটির একমুঠি খাবারের জন্য আত্ম চিৎকার শুনি!! ক্ষমতা চিরস্থায়ীর জন্য যতো পরিপাটি, তবুও কেনো ক্ষমতার জন্য চলছে এতো আহাজারি!! উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে, তবুও কেনো মানবতা আজ অনেক দুর পিছে হটছে!!

তোমার ইচ্ছা, আমার আশা,এক করে হবে ভালোবাসা

মম, তোমার ইচ্ছা,আমার আশা, এক করে হবে ভালোবাসা। তুমি বলেছিলে--- মম তুমি আসবে কবে? হাতে হাত রাখবে কবে? চোখে চোখ রাখবে কবে? ভালোবাসার মহা সাগরে ভাসবে কবে? আমি বলেছিলাম--- মম আমি আসবো! তোমায় ভালো বাসবো! মধুময় জীবন গড়বো! সুখেরি মাঝে বাসবো! "তবে" সব কিছুই হবে, আমাদের নিকাহ্'র পরে।

সফল জীবন

সফল জীবন          মাসুদ খাঁন জীবন আমার ব্যার্থ ভাই, আখেরাতে রাসুলের সুপারিশ যদি না পাই, জীবন আমার হবে মাটি কলব যদি না হয় খাঁটি, জীবন আমার হবে না কষ্টি কোরআন যদি না হয় সাথী, ইসলামী জীবন বিধানের সংগ্রামে যদি অংশ নিতে পারি, জীবন হবে পরিপাটি, নামাজেরী মাঝে নিজে যেভাবে আত্মতৃপ্তি পাই, সেই কথা আমি কি করে বুঝাই, আল্লাহ এবং রাসুলের দেখানো পথে যদি চলিতে পারি, জীবনে আর কিছু চাওয়ার আছে কি??