জিপি বন্ধ সিম চালু করে নিয়ে নিন ১.৫ জিবি ইন্টারনেট মাত্র ১৫টাকায় ।

কেমন আছেন সবাই,
অনেকেই দেখলাম বন্ধ সিমের অফার নিয়ে পোষ্ট দিচ্ছে কিন্তু কেউই গুছিয়ে দিতে পারছে না, তাই আপনাদের সুভিদার্থে পরিপূর্ণ পোষ্ট শেয়ার করা হল ।
বন্ধ সিমের জিপিতে এখন আর আগের মত কোন অফার নেই, তবে তারা ৫টাকায় ৫০০ এমবির একটা অফার চালু রেখেছে ।
কিন্তু সেখানেই আবার উল্লেখ আছে সেটা ১বারের বেশি নেওয়া যাবে না , এখন উপায়???
উপায় আছে , আপনার সিমটি যদি 1 সেপ্টেম্বর, 2017 থেকে কোনো ধরনের ইন্টারনেট ব্যবহার করা না হয় তবে আপনি মাত্র ১৫৳ নিতে পারবেন ১৫০০ এমবি অর্থাৎ ১.৫ জিবি 🙂
এক্ষেত্রে আগে চেক করে নিতে হবে আপনি এই অফারের আওতায় আছেন কি / না ।
এজন্য আপনাকে BHK <space> Number লিখে  9999 এ পাঠাতে হবে ।
ফিরতি ম্যাসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে, আপনি অফারের আওতায় আছেন কি / না 🙂
এবার প্রথমেই আপনাকে ডায়াল করতে হবে, *১২১*৩২১০#এটা সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য ।
এটা ডায়াল করার পরই আপনি ৫০০এম বি, ৭দিনের জন্য পেয়ে যাবেন 🙂
এর পরে আরো ১জিবি পাওয়ার জন্য আপনাকে ডায়াল করতে হবে ,
*১১১*৯০# —-> ২বার —-> প্রতি বার ডায়ালে ৫০০এম বি, পাবেন = ১জিবি ।
এই হল সর্বমোট ১.৫জিবি ,

ধন্যবাদ, পোষ্টটি পড়ার জন্য, 🙂ফেসবুকে আমি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিখ্যাত সাহাবী আবু হুরাইরাহ (রা.)-এর পূর্ণাঙ্গ জীবনী

সত্যের জয় গান

জাতির আর্তনাদ